Recent

6/recent/ticker-posts

Advertisement

Responsive Advertisement

জীবন এর মানে কি?

যারা অত্যন্ত ফেমাস যেমন মেসি,ভিরাট কোহলি,সালমান খান এনারা নাকি এমন ব্যক্তি যিনি সুখে স্বচ্ছন্দে তার প্রায় সকল চাহিদা অনুযায়ি চলতে পারেন মৃত্যু পর্যন্ত?



জীবন মানে কি আপনাকে তা বুঝতে হলে আপনাকে পড়তে হবে ধর্মগ্রন্থ।

ফেমাস তো অনেক জন হয় । তারা সুখে থাকে । কারণ সুখ অনুভব করা যায় দেহ দিয়ে । তাই তারা সুখী । কিন্তু তারা শান্তিতে নেই ।

Chester Bennignton এর মত গায়ক এর তো সব ছিল অনেক ফেমাস ছিল । তার গান শুনে ড্রিপেশন থেকে মুক্তির জন্য কিন্তু অথচ সে নিজেই ড্রিপেশন এ পড়ে অত্নহত্যা করল । কারণ তার মধ্যে শান্তি ছিল না ।

আরেক জন সুশান্ত সিং রাজপুত, যে ড্রিপেশন থেকে মুক্তির সিনেমা বানিয়ে সে নিজেই সুইসাইড করল ।

উপরের দুইজন কেন সুইসাইড করেছে জানেন ?

কারণ তারা ড্রিপেশন থেকে মুক্তির পথ দেখাচ্ছিল অথচ তারা নিজেরাই ছিল ড্রিপেশেন । তারা মানুষকে ধোকা দিলে ও নিজের সাথে তো আর ধোকা দেওয়া যায় না । আপনি মানুষকে বললেন মা-বাবার সাথে ভাল ব্যাবহার করবে কিন্তু আপনি নিজেই তা করেন না । তাহলে আপনার মাঝে প্রতারণা বোধ কাজ করবে । তাদের সুইসাইডের মূল কারণ ।

ড্রিপেশন হল আপনার আত্না এবং আপনাকে যিনি সৃষ্টি করেছেন তাঁর মাঝের দূরত্ব। আপনি যদি শান্তি পেতে চান বা ড্রিপেশন থেকে মুক্তি পেতে চান । তাহলেই আপনাকে অবশ্যই সৃষ্টিকর্তা নিকটবর্তী হতে হবে সঠিক উপায়ে

এত ধর্মের মাঝে কোন ধর্ম সত্য ?

দ্যা সিক্রেট অফ সাকসেসফুলনেস আর্টিকেল টি পড়লে আপনি যাদের নাম বললেন তাদেঁর সফলতার আসল কাহিনী বুঝতে পারবেন ।

সর্বশেষ একটি কথা বলবো ।

মানুষের দরকার শান্তি সুখ নই । কিন্তু মানুষ সুখের পিছনে ছুটে । যা জীবনের সবচেয় বড় ভুল । 

Post a Comment

0 Comments