Recent

6/recent/ticker-posts

Advertisement

Responsive Advertisement

মানুষ কোথায় বাস করে ?


 মানুষ কোন জায়গায় বাস করে না,  

মানুষ বাস করে সময়ে।

চিন্তা করুন আপনি যে জায়গায় বসাবাস করছেন সেই জায়গায় ১০০ বছর আগে কে ছিল? 

১০০ বছর পর কে বাস করবে? 

আমি এবং আপনি শুধু একটি নিদিষ্ট সময়ে অবস্থান করবো। তারপর আমাদের চলে যেতে হবে । 

সময় এমন একটি সম্পদ যা একবার হারালে তা দ্বিতীয় বার

আবার আপনার কাছে আসবে না । 

আর যে কোন সম্পদ পরিশ্রমের মাধ্যমে অর্জন করা সম্ভব। কিন্তুু যে ১ সেকেন্ড চলে গেল তা ফিরিয়ে আনা সম্ভব নই। কিন্ত বাস্তবে আমরা এই সময়কে বেশি নষ্ট করি।

সমাজে আপনার আমার মূল্য নেই কেন জানেন? 

কারণ আমরা আমাদের গুরুত্বপূর্ণ সম্পদ সময়কে মূল্যায়ন করি না। 

যে নিজেকে নিজে দাম দেই না, 

তাঁকে মানুষ কেন দাম দিবে ?

Post a Comment

0 Comments