Recent

6/recent/ticker-posts

Advertisement

Responsive Advertisement

কেন যুবক-যুবতীরা কঠিন রোগে আক্রান্ত হচ্ছে?

 

জটিল-রোগে-আক্রান্ত্র

বর্তমানে একটা বিষয় লক্ষ করছি যুবক ছেলে- যুবতী মেয়েরা জটিল রোগে আক্রান্ত্র হচ্ছে ।

জটিল রোগে কেন আক্রান্ত্র হয় জানেন ?
যেনাহ করলে । এ ব্যাপারে নবীর হাদীস রয়েছে ।
হাদীসটি পড়ুন এবং সাবধান হোন।
হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) বর্ণনা করেন, হযরত মোহাম্মদ (সাঃ) বলেছেন → যে ব্যক্তি যেনার লিপ্ত হয় তাকে অবশ্যই অবশ্যই দুনিয়াতে ভয়ংকর তিনটি শাস্তির সম্মুখীন হতে হবে। তো সে তিনটি শাস্তি কি তা আমরা এখনই জেনে নিবো।
১= সে ব্যক্তি মহামারী রোগে আক্রান্ত হবে। যেমন তার ডায়রিয়া হবে অথবা কলেরা হবে এবং ঐ রোগ থেকে সে আরোগ্য লাভ করতে পারবেনা। যার চুড়ান্ত পরিণতি হচ্ছে ঐ রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হবে। এবং সে মৃত্যুর সময় কঠিন কষ্ট ও যন্ত্রণা পাবে।
২= যে ব্যক্তি যেনা করবে তার শরীরে আল্লাহ তায়ালা এমন একটি রোগ দিয়ে দিবেন যা তার বংশের মধ্যে কারো নেই। এমন একটি রোগ তাকে ধীরে ধীরে আক্রান্ত করে ফেলবে। যে রোগের চিকিৎসা কোন ডাক্তার দিতে পারবেনা।
৩= যে ব্যক্তি যেনা করবে তার দারিদ্র দেখা দিবে।। অভাব দেখা দিবে কঠিন অর্থনৈতিক সঙ্কটে পড়বে। হাদিসের শেষাংশে বলা হয়েছে জীবন শেষ পর্যারে তার এমন পরিণতি হবে যে তাকে মানুষের দুয়ারে দুয়ারে ভিক্ষার জন্য খুজতে হবে। যেনাকারীর সর্বশেষ শাস্তি হচ্ছে অতি দারিদ্র্যতা।
রেফারেন্স- (ইসলামের দৃষ্টিতে অপরাধ, ই.ফা. পৃ. ১১২)
বইটি ইসলামিক ফাউন্ডেশন কতৃক প্রকাশিত। বইটিতে পয়েন্টগুলো রয়েছে এবং ব্যাখ্যা অন্য হাদীসে।

Post a Comment

0 Comments