Recent

6/recent/ticker-posts

Advertisement

Responsive Advertisement

ইংরেজদের বুদ্ধি ভিত্তিক শাসন এবং বাঙ্গালীর গোলামী !

ঢাকা মসলিন কাপড়ের জন্য বিখ্যাত ছিল সে কথা আমাদের সবার জানা। কিন্তু সে কাপড় বিলুপ্ত কিভাবে গঠল তা আমাদের অজানা।
মসলিন কাপড় তৈরী হত ফুটি কার্পাস তুলা দিয়ে হাতের আংঙ্গুলের সাহায্যে । বিট্রিশ এর বাচ্চারা তাঁতিদের আঙ্গুল কেটে নিয়েছিল তাঁরা যেন কাপড় বুনতে না পারে। তবে আরেকটি মত রয়েছে তাঁরা নিজেদের আঙ্গুল নিজেরা কেঁটে নিত। অবাক হচ্ছেন ! অবাক হওয়ার কিছু নেই ইংরেজদের বাচ্চারা এত অত্যাচার করত কাপড় বুনার জন্য যে তাঁরা আঙ্গুল কাটঁতে বাধ্য। আঙ্গুল কাটলে তাদেঁর আর কাপড় বুনতে হবে না।
আরো অনেক অত্যাচারের কথা তো রয়ে যায় এসব অত্যাচার পর ১৯৪৭ সালে বিট্রিশ শাসনের অবসান হয়। শারীরিক ভাবে অত্যাচার করলে ইংরেজদের পতন হবে, তাই তারা এখন আর সরাসরি শাসন করে না । এখন করছে বুদ্ধি ভিত্তিক শাসন। বুদ্ধি দিয়ে তাঁরা আমাদের গোলাম বানিয়ে রেখেছে। যার বড় উদাহারণ ফিলেন্সিং সেক্টর। খেলার মধ্যে জাতিকে ডুবিয়ে দিয়েছে। নাটক, সিনেমা দিয়ে আমাদের অলস বানিয়ে দিয়েছে ।
নবাব সিরাজউদ্দলার পতন এর মাধ্যমে দেশ কে তারা গোলাম বানিয়েছে এখন ও সেই গোলামী চলতেছে। এখন তাঁরা আমাদের মূর্খ বানাতে চাই এবং তারা সফল ভাবে তা করছে । তারাঁ আমাদের শিখাচ্ছে টাকাই সব জ্ঞান কিছু না। শত শত হাজার হাজার মিরজাফর তারা দেশে রেখেছে।
এদের সাথে কে লড়বে?
”কে আছ জোয়ান, হও আগুয়ান, হাঁকিছে ভবিষ্যত।
এ তুফান ভারী, দিতে হবে পাড়ি, নিতে হবে তরী পার!”

Post a Comment

0 Comments