Recent

6/recent/ticker-posts

Advertisement

Responsive Advertisement

ফটোগ্রাফিতে একটি জায়গা যত সুন্দর লাগে সরাসরি সে জায়গা তত সুন্দর লাগে না কেন?

চোখ


এর মূল কারণ হল আমাদের চোখের মেগাপিক্সেল এবং ক্যামরার মেগাপিক্সেল এর আকাশ পাতাল তফাৎ।
আপনি কি জানেন আমাদের চোখের মেগাপিক্সেল কত ?
মানুষের চোখে আছে ৫৭৬ মেগাপিক্সেলের ক্যামেরার সমান ক্ষমতা।আর অন্যদিকে একটা ক্যামরার মেগাপিক্সেল সর্বোচ্চ ৪১ বা তার থেকে কিছুটা বেশি।

আমরা যখন একটি ফোটোগ্রাফ তুলি তখন কিন্তু ক্যামরা সে জায়গার ভুল গুলো ভালোভাবে ধরতে পারে না মেগাপিক্সেল কম হওয়ায়। যখন আমরা সে ফটোগ্রাফ দেখি তখন বলি জায়গাটা অনেক সুন্দর কিন্তুু মূল ঘটনা হলো ফটোগ্রাফ এর মধ্যে ভুলগুলো স্পষ্ট নয়।

কিন্তু আল্লহ তা’য়ালা প্রদত্ত আমাদের চোখের মেগাপিক্সেল এত বেশি যে ভুলগুলো স্পষ্ট ধরতে পারি।

তাই মূলত আমাদের চোখে কোন জায়গার ফটোগ্রাফ থেকে সে জায়গা কম সুন্দর লাগে। যদি একটা জায়গা বারবার দেখেন তাহলে তো কথায় নেই।

Post a Comment

2 Comments

  1. আগে জানতাম না।। সত্যি কত বিচিত্র এই পৃথিবী মাশাল্লাহ্।আল্লাহ আপনাকে উত্তম প্রতিধান দান করুক।।আমিন।।।

    ReplyDelete