Recent

6/recent/ticker-posts

Advertisement

Responsive Advertisement

ছোটবেলায় কবর খনন করতে দেখলে ভয় হত কিন্তু এখন ভয় হয় না কেন ?



ছোটবেলায় কবর দেওয়ার সময় কবরের কাছে যেতাম না, ভয়ে ঘুমাতে পারবো না বলে কিন্তু বর্তমান বাচ্চাদের সে ভয় দেখা যায় না। তখন প্রায় মানুষ কবর দেখতে যেত না , মৃত মানুষদের ও দেখতো না, ভয় পাবে বলে।
কিন্তু বর্তমানে আমাদের কি হয়ে গেল যে এ ভয় আমাদের থেকে চলে গেছে ?
বর্তমান সময়ে মানুষ সিনেমার মধ্যে এত মানুষ মরতে দেখে যে তাদেঁর অজান্তে তাঁদের মস্তিষ্ক সেট হয়ে গেছে যে এটা কমন বিষয় এই নিয়ে ভাবার কোন কারণ নেই । সিনেমাই দেখা যায় নায়ক এক সিনেমায় মারা গেছে ঠিকই অন্য কোন সিনেমাই চলে আসে । এ ধারণা টি আমাদের মস্তিষ্ক এমন ভাবে গেতে গেছে যে আমাদের মৃত্যুর ভয় চলে গেছে ।
কেন এমন হয়ে গেলাম যে আমরা ?
নাটক সিনেমা দেখে মানুষ নিজে ও তাই হতে চাই । কেন আমরা বুঝিনা যে তাঁরা অভিনয় করছে ?
তাঁদের কে ফলো করে আমরা শান্তি পেতে চাই কিন্তু বাস্তব জীবনে তাঁরা তো শান্তীতে নেই । আমরা স্পষ্ট ধোকাঁর মধ্যে আছি । নিজেকে নিয়ে ভাবার সময় নেই আমাদের অন্যকে নিয়ে ভাবতে ভাবতে ।
১০ মিনিট সময় কি হবে আপনি আপনাকে নিয়ে ভাবার ?
আর কত ধোকাঁ দিবেন নিজেকে ?

 

Post a Comment

0 Comments