Recent

6/recent/ticker-posts

Advertisement

Responsive Advertisement

মূর্খ ছিলাম আমি!


অনেকেই মূর্খ মানে বুঝেনা তাঁদের জন্য সংজ্ঞা দিলাম...

র্মূখ তারাই যাদের পড়াশুনা আছে কিন্তু তাঁরা নিজের ভাল-মন্দ বিচার করার ক্ষমতা রাখে না। এক কথায় যাদের আচরণ গরু গাধার মত।
আমি ও তাঁর চেয়ে কম ছিলাম না । (বলে রাখা ভাল মূর্খ আর নিরক্ষর এক নই)
কারণ আমি আল্লাহ তা’য়ালার বাণী আল-কুরআন বুঝে পড়তাম না।
চিন্তা করতাম না কুরআনের প্রথম সূরার নাম বাকারা (অর্থ গাভী) কেন ?
শেষ সূরার নাম নাস (অর্থ মানুষ) কেন ?
কেন এই কুরআনের জ্ঞান না থাকলে মানুষ মূর্খ ?
কুরআনের প্রথম সূরার নাম বাকারা (অর্থ গাভী) কারণ একজন মানুষ যখন জন্মায় তখন সে গরুর মত কিছুই জানে না । বরং বলতে গেলে তাঁর চেয়ে দূর্বল ।
শেষ সূরার নাম নাস (অর্থ মানুষ) কারণ আপনি যখন কুরআন এর বাণীগুলো নিজের জীবনে প্রতিফলন করবেন তখন আপনি একজন মানুষ হতে পারবেন । তাছাড়া হতে পারবেন না ।
কুরআন ছাড়া পৃথিবীর আর কোন বই পড়ে আপনি মানুষ হতে পারবেন না।
এটা একমাত্র বই যে বই এ কোন ভুল নেই এবং সবচেয়ে পঠিত এই কিতাব ।
এই বইয়ের একটি লাইন এর মত কেউ একটি লাইন আনতে পারবে না । এটা স্বয়ং মহান আল্লাহ তা”য়ালা চ্যালেন্জ দিয়েছেন কিয়ামত পর্যন্ত সময় ।
যদি আপনি মানুষ হয়ে থাকেন তাহলে আপনি বাধ্য এই বই পড়তে । খাওয়া যেমন খেতে বাধ্য তেমনি এই বই পড়তে এবং বুঝতে আপনি বাধ্য ।
আপনি যে ধর্মের হন না কেন ! পড়তে বাধ্য । কোরআন শুধু মুসলিম দের জন্য পাঠানো হয় নি সকল মানুষ এর জন্য পাঠানো হয়েছে ।
আপনি যদি নাস্তিক হয়ে থাকেন তাহলে পৃথিবীর সেরা বই হিসেবে আপনাকে পড়তে হবে ।

Post a Comment

0 Comments