Recent

6/recent/ticker-posts

Advertisement

Responsive Advertisement

আমরা কি নিজেকে ভালোবাসি ?

Love-mine


মার্কেটে একটা দামী বেন্ডের মোবাইল এসেছে ভাবছি এটা কিনবো।

কিন্তুু টাকাতো এতো নেই । তাই কিছুদিন অপেক্ষা করে টাকা জমায়। এ চিন্তা করে টাকা জমানো শুরু করলাম। ২ মাস যাওয়ার পর টাকা জমিয়ে ফেল্লাম। কিন্তু একি বাজারে যে আরেকটি ভাল ব্যান্ডের মোবাইল এসে গেছে । টাকাতো বেশি না আগেরটা থেকে ৬ হাজার বেশি । কিনবো যখন সেরাটা নিব। আরেকমাস অপেক্ষা করে টাকাটা জমায়।
একমাস হয়ে গেল টাকা জমানো শেষ , আজকে ছেলেটা মোবাইলটি কিনতে যাবে । কিনতে যাওয়ার পথে ছেলেটা এক্সিডেন্ট করলো এবং পরপারে রওনা হল।
এভাবেই ছেলেটার স্বপ্ন সহ মাটি চাপা দেওয়া হল।
আমরা প্রতিনিয়ত এরকম মরিচিকাময় স্বপ্ন দেখছি।
আয়নার সামনে দাড়াঁন । আয়নার সামনে দাড়ানো মানুষটির চোখের দিকে থাকান , দেখুন তাঁর চোখ গুলো জ্বল জ্বল করছে।
আপনি- আমি শুধু মানুষকে খুশি করার জন্য লড়ে যাচ্ছি । কিন্তুু ঐ আয়নার সামনে দাড়ানোঁ মানুষটিকে কখনো খুশিঁ করার জন্য কি কিছু করেছি ?
নিজেকে ভালোবাসুন তাহলে আপনাকে মানুষ ভালোবাসবে। আপনি যদি নিজেকে ভালো না বেসে অন্যেকে ভালোবাসেন তাহলে আপনি অনেক বড় অভিনেতা/ অভিনেত্রী।
দুনিয়ার কেউ আপনাকে ভালোবাসে না সবাই আপনার সাথে অভিনয় করছে। দেখুন তো আপনার নিকট আত্নীয় ইন্তেকাল এর পর আপনি কয়েকদিন কেদেঁছিলেন কিন্তুু এখন তো আর কাদেঁন না।
তাহলে কি করে ভাবেন যে এই দুনিয়ায় চিরদিন রয়ে যাবেন অথবা মানুষ আপনাকে রেখে দিবে ?
দেশের প্রধান হলে ও রাখবে না ।

Post a Comment

0 Comments