Recent

6/recent/ticker-posts

Advertisement

Responsive Advertisement

কুরআনের একটি আয়াতের অংশ আমাকে খুবই ভাবিয়েছে।


আয়াতের অংশটি ছিল এই রকম ”মানুষ যখন গুনাহ করে এবং নিজেদের প্রতি জুলুম করে। “
এই আয়তের অংশটি নিয়ে যখন ভাবা শুরু করলাম তখন দেখলাম আসলে তো তাই, যারা গুনাহ করছে তারাতো নিজেদের ক্ষতি নিজে করছে।
যেমন ধরুন একজন পুরুষ টাকনুর নিচে পেন্ট পড়ছে আর সে কবিরা গুনাহ করছে । কবিরা গুনাহ হল বড় গুনাহ বা আমার মতে বড় ক্ষতি ।
আপনার মনে প্রশ্ন জাগতে পারে টাকনুর নিচে পেন্ট পড়লে ক্ষতি কি?
বিজ্ঞানিরা প্রমান করেছে যে, পুরুষের পায়ের টাখনুতে থাকে টেস্টোস্টেরন নামক যৌন হরমোন, যা সঠিকভাবে কাজ করার জন্য প্রাকৃতিক আলো-বাতাসের প্রয়োজন। টাখনুকে ঢেকে রাখলে টেস্টোস্টেরন হরমোন শুকিয়ে যায়।
এ ব্যাপরটা থেকে আমি বুঝতে পারলাম ইসলামে যেটা যত বড় গুনাহ সেটা আমার জন্য আপনার জন্য তত বেশি ক্ষতিকর ।
টেস্টোরন হরমোন শেষ মানে একজন পুরুষের জীবনই শেষ।
ইসলামে যা নিষেধ করেছে তা আপনি করছেন এর মানে হল আপনি নিজের ক্ষতি করছেন নইতো অন্যজনের ক্ষতি করছেন।
ইসলাম হল জীবনব্যাবস্থা মানে আপনি কিভাবে চলবেন ? কিভাবে চললে আপনার ক্ষতি হবে না তা জানা এবং মানা।
যারা জ্ঞানী তাদেঁর জন্য ইসলাম ধর্মের চেয়ে ভালো উপদেশ আর কি হতে পারে ?
তবে যাদের অন্তর তালাবদ্ধ তারা তা উপলব্দি করতে পারে না।

 

Post a Comment

0 Comments