Recent

6/recent/ticker-posts

Advertisement

Responsive Advertisement

আপনি কোন কাজে সফল হচ্ছেন না কেন জানেন?

কেন-সফল-হচ্ছি-না


 কারণ আপনি আল্লহর উপর ভরসা করতে পারছেন না তাই।

আপনি ভরসা করে আছেন মানুষের উপর।
দুনিয়ার সব মানুষ যদি আপনাকে একটা জিনিস দিতে চাই কিন্তুু আল্লাহ যদি না চান তাহলে আপনি জিনিসটি পাবেন না ওয়াল্লহি। আবার কোন জিনিস যদি আল্লাহ আপনাকে দিতে চান কিন্তুু দুনিয়ার সব প্রাণী যদি আপনাকে ঐ জিনিসটি দিতে না চান ,তাহলে আপনি জিনিসটি পাবেনই পাবেন।
আমাদের কে আল্লহর উপর ভরসা করতে হবে।
নবীগণের আল্লাহ ভরসা ।
ইবরাহীম (আঃ) কে নমরুদ এবং পুরো কওম আগুনে ফেলে দিচ্ছে এবং দিয়েছে । কিন্তু ইবরাহীম (আঃ) এর বিশ্বাস ছিল আমার সাথে আল্রাহ আছেন নিশ্চয় তিনি আমাকে রক্ষা করবেন ।
এবং মহান আল্লাহ আগুনকে বলেছিলেন হে আগুন ইবরাহীমের জন্য আরাম দায়ক হও । এভাবে তিনি ইবরাহীম (আঃ) কে রক্ষা করেছিলেন।
এই ছিল নবীগণের আল্লাহ ভরসা। আর আপনাকে আমাকে আগুনে ফেলার মত পরিস্থিতে পড়তে হয় নি তবুও কেন ভরসা নেই আল্লাহর উপর।
আমাদের কে পাখির মত রুজি দেওয়া হবে। যদি আমরা মনে প্রাণে বলতে পারি তাওয়াক্কালতু আল্লালহ। তাওয়াক্কুল মানে আল্লাহর উপর ভরসা করে চেষ্টা করা।
যার বড় উদাহারণ একজন রিকশাওয়ালা , দোকানের মালিক।
গভীর ভাবে চিন্তা করার বিনীত অনুরোধ জানাচ্ছি।

Post a Comment

0 Comments