Recent

6/recent/ticker-posts

Advertisement

Responsive Advertisement

ঘুমালে কেন এত শান্তি লাগে ?

 

                                              

কারণ মানুষ ঘুমালে তার আত্মা আকাশে চলে যায় এবং তাকে আল্লাহর আরশের কাছে সিজদা করার নির্দেশ দেয়া হয়। যে ব্যক্তি পবিত্র অবস্থায় ঘুমায় তার আত্মা আল্লাহর আরশের কাছেই সিজদা দেয় এবং যে ব্যক্তি অপবিত্র ছিল তার আত্মা আরশ থেকে দূরে সিজদা দেয়।
আপনি যেমন আপনার রুমে গেলে শান্তি পান ঠিক তেমন আত্না তাঁর নিজ বাসস্থান এ গেলে শান্তি পায়।
আমি আগেই বলেছি আমাদের শরীরের এই আত্না দুনিয়াতে সৃষ্টি হয়নি । আত্না সৃষ্টি হয়েছে আত্নার জগতে। সেই আত্না যখন আপনি ঘুমান তখন তাঁর বাড়িতে যায় । আবার ফিরে আসে ।কিন্তু একদিন আর ফিরে আসবে না ।
ওয়াল্লহি আল্লাহর কসম সেইদিন আসবেই।

Post a Comment

0 Comments