Recent

6/recent/ticker-posts

Advertisement

Responsive Advertisement

তালেবান বা মৌলবাদীদের কথা মত পুরুষ দাড়ি রাখলে আর নারীরা ঘরের বাইরে না গেলেই কি মহান ধর্ম পালন হয়ে যাবে?

দাড়ি পুরুষের প্রতীক, এটা তালেবানের প্রতীক নয়। 

মেয়েরা একমাত্র দাড়ি রাখে না ।


পুরুষ হল সিংহের মত । পুরুষ সিংহ দেখুন

মেয়ে সিংহ দেখুন । দাড়ি নেই ।

তাছাড়া দাড়ির অনেক উপকার রয়েছে - দাড়ি রাখার উপকারিতা | কালের কণ্ঠ

ইসলামে দাড়িঁ রাখার বিধান জানতে ক্লিক করুন

রবীন্দনাথ ঠাকুর ও দাড়ি রেখেছে । অতীতে দেখুন বেশিরভাগই দাড়ি রাখতে । পুরুষেরা দাড়ি রাখে না উনবিংশ শতাব্দী থেকে ।

ইসলামে নারীদের ঘরের বাইরে একা যেথে নিষেধ করে । সে যদি ঘরের বাইরে বের হয় অবশ্যই তাঁর সাথে একজন মাহরাম পুরুষ থাকতে হবে যেমনটা হজ্বে যাওয়ার সময় করা হয় ।

পর্দা করার মূল উদ্দেশ্য সম্পর্কে মহান আল্লাহ বলেন

হে নাবী! তুমি তোমার স্ত্রীদেরকে, কন্যাদেরকে ও মু’মিনা নারীদেরকে বলঃ তারা যেন তাদের চাদরের কিয়দংশ নিজেদের উপর টেনে দেয়। এতে তাদের চেনা সহজতর হবে, ফলে তাদেরকে উত্যক্ত করা হবেনা। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। (33/59)

ইসলাম কেন নারীকে ঘরের ভিতর থাকতে বলে ?

কারণ ইসলামে মেয়েদের দামী মনে করা হয় ।

 ইসলামে নারীদের পর্দার গুরুত্ব জানতে ক্লিক করুন।

এবার প্রশ্নে আসি

তালেবান বা মৌলবাদীদের কথা মত পুরুষ দাড়ি রাখলে আর নারীরা ঘরের বাইরে না গেলেই কি মহান ধর্ম পালন হয়ে যাবে?

না । ইসলাম শুধু এই দুইটার জন্য আসে নি । ইসলাম হল জীবনব্যাবস্থা । একটি গাড়ি চালানোর নিয়ম থাকে । কম্পিউটার চালানোর নিয়ম থাকে ।

তো মানুষ চলার কি কোন নিয়ম থাকবে না ?

অবশ্যই থাকবে । আর সেটা হল ধর্ম । সকল ধর্ম বিকৃত হয়ে গেছে একমাত্র চুড়ান্ত ধর্ম যা কিয়ামত পর্যন্ত থাকবে তা হল ইসলাম ।

অন্য ধর্ম বিকৃত হয়েছে তার প্রমাণ হল তারা যা পালন করে তাঁর সাথে তাদের ধর্ম গ্রন্থের মিল পাবেন না । ধর্ম গ্রন্থ পড়ুন ।

ইসলাম বলে কিভাবে চলবেন । কিভাবে চললে আপনার ক্ষতি হবে না । মানুষের ক্ষতি হবে না ।

এ নিয়ম টা শিখতে হলে আপনাকে কোরআন - হাদীস পড়তে হবে জানতে হবে । যেটা বুঝবেন না সেটা যারা জানে তাদেঁর জিজ্ঞেস করতে হবে। কোন মানুষ দিয়ে কখনো ধর্ম যাচাই করবেন না ।

নাস্তিকতা মানে বোকামি কারণ তারা বলে তারা ধর্ম মানে না । তাহলে তারা কিভাবে চলে ?

সে কি অপর্দাথ ?

পদার্থের তো ভৌত ও রাসায়নিক ধর্মরয়েছে ।

Post a Comment

0 Comments