Recent

6/recent/ticker-posts

Advertisement

Responsive Advertisement

মহানবী (সঃ) শাবান মাসে কেন বেশি বেশি রোজা রাখতে বলেছেন

 

Ramadan-shaban-siam-shytan-remove-শাবান-মাসে-কেন-রোজা-রাখতে-বলেছেন

দুই-একদিন ধরে শয়তান আমাকে গুনাহতে লিপ্ত করার চেষ্টা করছে জোরালো ভাবে।

চলছে শাবান মাস, আসছে রমজান মাস । রমজান মাসে শয়তানকে বন্দী করে রাখা হয়।

হাদীসঃ-

[হযরত আবু হুরায়রা রা. হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন-
إذا جاء رمضان فتحت أبواب الجنة، وغلقت أبواب النار، وصفدت الشياطين.
অর্থ : যখন রমযান মাসের আগমন ঘটে, তখন জান্নাতের দরজা সমূহ খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজা সমূহ বন্ধ করে দেওয়া হয়। আর শয়তানদেরকে শৃঙ্খলাবদ্ধ করা হয়।-সহীহ বুখারী, হাদীস-১৮৯৯, সহীহ মুসলিম, হাদীস-১০৭৯ (১), মুসনাদে আহমদ হাদীস-৮৬৮৪, সুনানে দারেমী, হাদীস-১৭৭৫]
শাবান মাসে গুনাহ এর প্রতি আকৃষ্ট বেশি হওয়ার মূল কারণ হল শয়তান আপনাকে আমাকে রমজান মাসে গুনাহের প্রতি আকৃষ্ট করাতে পারবে না তাই।
একটা উদাহারণ দিই ভালভাবে বুঝতে পারবেন । আমরা যখন সাইকেল চালায় তখন পুরো পথ কিন্তু প্যাডল মারতে হয় না। কিছু পথ জোরে প্যাডল মারলে নিমিষেই বাকি অনেক পথ অতিক্রম করতে পারি । ঠিক তেমন শয়তান আমাদের রমজান আসার আগে বেশি করে গুনাহের পথে প্যাডল মারছে যাতে রমজান মাস নিমিষেই গুনাহের মধ্যে আমাদের কাটেঁ।
তাই এই মাসে চেষ্টা করুন গুনাহ থেকে বাচঁতে। মহানবী (সঃ) এই শাবান মাসে বেশি বেশি কেন সাওম রাখতেন তা স্পষ্ট বোঝা যায় উপরের উদাহারণ থেকে।
জাজাকাল্লাহ।


রমাজানের প্রস্তুতি



Post a Comment

0 Comments