Recent

6/recent/ticker-posts

Advertisement

Responsive Advertisement

উপদেশ

 




যুবকদের বলব তোমাদের সামনের জীবনটা বড়ই কঠিন। কারণ আন্তর্জাতিক মিডিয়ার মাধ্যমে,আন্তর্জাতিক বাণিজ্যিক সাম্রাজ্যবাদ আমাদের যুবকের যৌবনকে Exploit করে। বন্ধু কর,গল্প কর, আড্ডা দাও,এটা করো, সেটা করো দিয়ে তাদের জীবনকে ধংস করে দিচ্ছে।
যৌবনের ৩৫-৪০বছর পর্যন্ত বুঝতে পারবে না যে কি হারিয়েছো। যখন ৬০-৭০ বছর হবে, তখন বুঝতে পারবে ব্যাক গিয়ার দেয়ার মত জীবনে কোন সুযোগ নেই। জীবন এবং যৌবন দুটোকেই যদি কাজে লাগাতে চাও,ভোগ করতে চাও, একটু সচেতন হও, একটু সচেতন হও।
-ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঈীর রাহিমাহুল্লাহ
স্যারের কথাগুলো কোটি টাকার চেয়েও দামী। কিন্তু আমরা বুঝতে অক্ষম । সবাই চাই যুবকদের যৌবন কে পুজি করে তাঁরা কোটিপ্রতি হতে । রাজনীতিবিদরা চাই আমরা তাদেঁর রাজনীতি করে তাদেঁর ক্ষমতা টিকেয়ে রাখি । ব্যাবসায়ীরা চাই আমরা তাদেঁর পণ্য কিনে তাদেঁর বাচিঁয়ে রাখি । যা বর্তমানে টেন্ড নামে পরিচিত । এক একটি ট্যান্ড আসবে আর বিদেশিদের হাতে আমাদের অর্থ চলে যাবে। এগুলো বেশিদিন থাকে না বেশি হলে আপনার বয়স ২৫-৩০ পর্যন্ত । যৌবন বয়সে ভাল লাগে সবকিছু কিন্তুু তাঁরাই সফল হবে যারা যৌবনটাকে কাজে লাগাবে ।
ইন্টারে একটা কবিতা পড়েছিলাম ।
১৮ বছর বয়স কি দূরহ ,
পদাঘাতে চাই পাথর বাঁধা।
..................................................
সবাই যুবকদের দিয়ে পাথর ভাঙ্গাতে ব্যাস্ত ,
ফলাফল হতাশাগ্রস্ত একটা জীবন।

Post a Comment

0 Comments